অর্থ বছরের শেষ একনেকে শিক্ষকদের প্রশিক্ষণে ২ হাজার কোটি টাকা অনুমোদন - protidinislam.com | protidinislam.com |
জাতীয়

অর্থ বছরের শেষ একনেকে শিক্ষকদের প্রশিক্ষণে ২ হাজার কোটি টাকা অনুমোদন

  প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ১২:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্কঃ শিল্প বিপ্লব ও আধুনিক টেকনোলজি সম্পর্কিত বিষয়ে কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য কারিগরি শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করার জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২ হাজার ৯ কোটি ৩২ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

চার বছর মেয়াদি এই প্রকল্প ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর সিটি করপোরেশন এবং বগুড়া সদর উপজেলায় বাস্তবায়িত হবে।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। এটিই চলতি (২০২৪-২৫) অর্থবছরের শেষ একনেক সভা।

জানা গেছে, দেশের কর্মসংস্থান তৈরির অন্যতম সম্ভাবনাময় খাত কারিগরি শিক্ষা খাত। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখনও পুরোনো কারিকুলামে পড়ছেন।

তারা যেসব বিষয়ে দক্ষ হয়ে বের হচ্ছেন, সেসব কাজের চাহিদা এখন আর চাকরির বাজারে নেই বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। তারা বলছেন, প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কারিগরি থেকে পড়াশোনা শেষে ডিগ্রি অর্জন করলেও বাজারের চাহিদা পূরণ করতে পারছেন না।

এর কারণ হিসেবে বিশ্লেষকরা উল্লেখ করেন চাহিদার সঙ্গে তাদের স্কিল ডেভেলপমেন্টের (দক্ষতা উন্নয়ন) তেমন কোনো সম্পর্কই নেই। এমন পরিস্থিতিতে কারগরি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং যুগোপযোগী করতে টিভিইটি টিচার্সস ফর দ্য ফিউচার (টিটিএফ) প্রোগ্রাম শীর্ষক প্রকল্পটি নেওয়া হচ্ছে।


পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে কারিগরি শিক্ষা অধিদফতর। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ২ হাজার ৯ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে সরকার জোগান দেবে ২০৯ কোটি টাকার বেশি। প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঋণ দিচ্ছে ১ হাজার ৮০০ কোটি টাকা। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। চার বছর মেয়াদি এই প্রকল্প ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর সিটি করপোরেশন এবং বগুড়া সদর উপজেলায় বাস্তবায়িত হবে।

প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, শিল্প বিপ্লব ও আধুনিক টেকনোলজি সম্পর্কিত বিষয়ে কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য কারিগরি শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা। সে সঙ্গে বিদ্যমান ব্যবস্থার আধুনিকায়ন ও নতুন প্রতিষ্ঠান স্থাপন করা।

প্রকল্পের প্রধান কার্যক্রমে উল্লেখ করা হয়েছে, অনাবাসিক ও আবাসিক ভবন নির্মাণ করা, ইঞ্জিনিয়ারিং-ও অন্যান্য ম্যাপারি ক্রয়, কম্পিউটার ও আনুষঙ্গিক এবং স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ দেওয়া।

প্রকল্পের পটভূমিতে উদ্যোগী সংস্থা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ বলছে, দেশে বর্তমানে ৫৫ হাজার ৩০৪ জন কারিগরি শিক্ষক রয়েছেন। যার মধ্যে ২০ দশমিক ৫২ শতাংশ নারী (ব্যানবেইস ২০২২)। বর্তমানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (টিভিইটি) পরিধি বৃদ্ধি পাচ্ছে। ফলে কারিগরি শিক্ষার গুণগত মান আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করা প্রয়োজন। কারিগরি শিক্ষাকার্যক্রমে চতুর্থ শিল্প বিপ্লব সংশ্লিষ্ট টেকনোলজি ও চাকরিপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধিতে অবশ্যই সফট স্কিল অন্তর্ভুক্ত প্রয়োজন বলে মনে করছে উদ্যোগী সংস্থা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এর আজকে সভায় ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো:

স্থানীয় সরকার মন্ত্রণালয়: উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়), বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্প।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়: ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাশক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ।
এগারো মাসে ৪৯ শতাংশ এডিপি বাস্তবায়ন
মাতারবাড়ি নিয়ে স্বপ্নের কথা জানালেন প্রধান উপদেষ্টা
নৌপরিবহন মন্ত্রণালয়: ৪টি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর স্থাপন।
আইন ও বিচার মন্ত্রণালয়: নারীর বিচারপ্রাপ্তির সুযোগ বাড়াতে Access to Justice for Women প্রকল্প।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়: তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত)।
শিল্প মন্ত্রণালয়: সার সংরক্ষণ ও বিতরণে ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ (৩য় সংশোধিত)।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: কিশোর-কিশোরী ক্লাব স্থাপন ও নারী-শিশু নির্যাতন প্রতিকারে কুইক রেসপন্স টিম কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয়: টিটিএফ (TVET Teachers for the Future) কর্মসূচি।
সংস্কৃতি মন্ত্রণালয়: দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্প।
এছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যেগুলোর মাধ্যমে দেশের উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্রয় পদ্ধতির আধুনিকায়ন এবং পরিসংখ্যান সক্ষমতা বৃদ্ধি করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন

আরও খবর

Sponsered content