আন্তর্জাতিক

বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন মালয়েশিয়া

  প্রতিনিধি ২ জুলাই ২০২৫ , ৩:২৯:১১                        

প্রবাস ডেস্কঃ মালয়েশিয়ায় অবস্থান করা বাংলাদেশি অভিবাসী কর্মীদের সুরক্ষা ও কল্যাণের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল (নীতি ও আন্তর্জাতিক) ড. মোহাম্মদ শাহারিন বিন উমর এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়।

বৈঠকে কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল বিদেশি কর্মীদের কল্যাণে তার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

টিকেএসইউ পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা শ্রমিক নিয়োগ, কর্মসংস্থান ও প্রত্যাবাসন সম্পর্কিত দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বৈঠকে মাদানি মালয়েশিয়ার কাঠামোর মধ্যে সুস্থতা এবং দয়ার মূল প্রতিফলন ঘটে, যেখানে শ্রমিকদের অধিকার, কল্যাণ সুরক্ষা ও ন্যায্য কর্ম সম্পর্কের ওপর জোর দেওয়া হয়।

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢