প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ১:১৪:২৩ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
আরো পড়ুন:
লাগামহীন লুটপাট আওয়ামী আমলের বড় নিদর্শনঃ আসিফ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত প্রতিরোধের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে বসে থাকা সেই কৃষক।
আমরা সেই কৃষকের সন্তান, যারা গুলির সামনে বুক চেতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি। সীমান্তে অনেক বাহাদুরি দেখিয়েছে দাদাবাবুরা। সেই বাহাদুরির দিন শেষ হয়েছে।
রোববার (০৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে আয়োজিত দেশব্যাপী জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।
সীমান্ত আমরাই রক্ষা করব উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, যদি সীমান্তে আর কোনো আগ্রাসন চালানো হয়, আমার ভাইদের হত্যার চেষ্টা করা হয় তাহলে আমরা সীমান্তের উদ্দেশ্যে লংমার্চ ঘোষণা করব। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে। আমরা এরকম আগ্রাসন আর মেনে নেব না।
তিনি বলেন, আমরা জানি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। কিন্তু দুঃখের বিষয়, এত ঐতিহ্যবাহী জেলা হওয়ার পরও এ এলাকার আমকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত। কিন্তু এ শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এ জাতীয় শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ট্রেন আন্দোলনের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেনের জন্য আন্দোলন করে আসছেন। আজকের এ সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা আহ্বান করি, সরকার যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই দাবি পূর্ণ করেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সদস্যসচিব আকতার হোসেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মো. আলাউল হকসহ অন্য নেতারা।
আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।
📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:
masayeedtonmoy@gmail.com