অপরাধ

সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করে না : রিজওয়ানা

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ১:৩৪:৫৩                        

ইসলাম ডেস্ক: পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না।

আরো পড়ুন:

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে: তারেক রহমান

এখন যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস হচ্ছে, গত তিন-চার মাস দেখেছেন যেখানেই খবর পাচ্ছি সেখানেই আসামিকে গ্রেপ্তার করেছি।’ কোনো আসামি আর বের হবে না বলে জানিয়েছেন।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মধুমতি মডেল টাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজিএমই ভবন দেখেছেন অনেক দিন দাঁড়িয়ে ছিল। কিন্তু আদালতের রায়ের পরেও অনেক দিন সময় লেগেছে উচ্ছেদ করতে। যেটা আদালত কর্তৃক অবৈধ সেটাই অবৈধই, সেটাকে বৈধ করার কোনো সুযোগ নেই।

’ গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক আমার জানা মতে মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এ সময় সাভারের ইটভাটার দূষণ বন্ধে উপদেষ্টা বলেন, যেগুলো অবৈধ ইটভাটা সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান করা হয়েছে। আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, তবে আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার থেকে বাইরে গিয়ে করেছি।

সাভারের ইটভাটার তালিকা নিয়ে আমি বসেছি। বেশির ভাই ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে জুন-জুলাই-আগস্টে। মাত্র হাতে গোনা ৬-৮টি থাকবে হলো জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। যেটার জুন-জুলাই-আগস্টে মেয়াদ চলে যাচ্ছে সেটার আর বৈধতা থাকছে না। আমরা যদি আর রিনিউও না করি।

আমি সুযোগ দেখছি না রিনিউ করার। সেগুলো থাকছে ৬-৮টা। সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদসহ সাভার উপজেলার স্থানীয় প্রশাসন।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content

🌟 Subscribe করুন 🌟

সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢