প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ১২:৪৬:০০
ইসলাম ডেস্ক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাউশির প্রশাসন শাখা থেকে এ তথ্য পাঠানো হয়।
আরো পড়ুন:
“বাংলার রাজনীতি: ফ্যাসিস্ট বিদায়, ফ্যাসিবাদের আগমন”
বৃহস্পতিবার বিকেলে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে পাঠানো বিল সাবমিটের ভিত্তিতে প্রথ লটে ৯৬৮ কোটি টাকা ছাড়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের (জিও) জন্য ফাইল পাঠানো হয়েছে।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:
মাউশি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক-কর্মচারীদেএ বেতন-ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে, যার ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।
সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢