• জাতীয়

    দুঃসংবাদ দিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকেঃ এনটিআরসিএ

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫৯:১১                        

    ইসলাম ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়োগের দায়িত্ব এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতেই যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসিএ তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

    আরো পড়ুন:

    বেসরকারি শিক্ষকদের জন্য বিশাল সুখবর

    বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্সগুলো সংশোধন করা হবে।

    📢 সাংবাদিক নিয়োগ

    দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।

    ইমেইল ঠিকানা:


    নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমান কমিটির আহবায়ক হবেন।’

    তিনি আরও বলেন, কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। এ কমিটি একটি নীতিমালা তৈরি করবে। সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

    Google News

    প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
    Google News ক্লিক করুন।

    আরও খবর

    Sponsered content