প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩৪:১০
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা ও পর্যবেক্ষণ সংস্থার (FOMEMA) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে জাল নথি সরবরাহকারী একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে ইমিগ্রেশন বিভাগ (JIM)।
আরো পড়ুন;
শিক্ষা অর্জনই যথেষ্ট নয়, দায়িত্ব পালন জরুরি: ইউজিসি চেয়ারম্যান
রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত বিশেষ অভিযানে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:
বুধবার (৩ সেপ্টেম্বর) ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে কুয়ালালামপুরের জালান জেলাওয়াত ও জালান রাজাক ম্যানশন এলাকায় দুটি আলাদা বাসভবনে অভিযান চালানো হয়। গ্রেফতারদের বয়স ১৯ থেকে ৪১ বছরের মধ্যে এবং তাদের মধ্যে দুজনকে মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, সিন্ডিকেটটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকদের কাছে প্রতি নথিতে ১৫০ থেকে ২৫০ রিঙ্গিতে জাল পাসপোর্ট পরিষেবা দিচ্ছিল।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও পাসপোর্ট কভার, ১১টি মোবাইল ফোন, নগদ ২১০০ রিঙ্গিত, স্বচ্ছ আঠালো কাগজ, বিভিন্ন রঙের কালি, কাগজ কাটার, একটি পেরোডুয়া আরুজ গাড়ি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে তিনজন নির্মাণ খাতে অস্থায়ী কাজের ভিজিট পাশ (PLKS) ধারণ করছিলেন। একজনের কাছে ছিল স্টুডেন্ট পাশ, আরেকজন সম্পূর্ণভাবে অবৈধভাবে অবস্থান করছিলেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(i) ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে।
মহাপরিচালক জাকারিয়া বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নথি জালিয়াতি বা আইনের ব্যত্যয়কারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়ভাবে আইন প্রয়োগ অব্যাহত থাকবে।
সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢