প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২১:৩৬
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক দেশের সরকারি বিদ্যালয় ও প্রতিষ্ঠান সমূহে কর্মরত সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির প্রস্তাব আহ্বান করা হয়েছে।
আরো পড়ুন:
জেনে নিন ৮ম শ্রেণির কত শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন
এ বিষয়ে সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, ২০১১ ও ২০১২ সালে যোগদানকারী সহকারী শিক্ষকগণের মধ্যে যারা পদোন্নতির জন্য উপযুক্ত, তাদের নামের তালিকা আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
দেশের সকল জেলা–উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে শর্তসাপেক্ষে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে।
ইমেইল ঠিকানা:
চিঠিতে জানানো হয়, সরকারি ধ্যানধারণার ভিত্তিতে পদোন্নতির প্রস্তাব তৈরি করতে হবে। এজন্য বিদ্যালয়প্রধানকে প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য যাচাই করে জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে তা অধিদপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেরিত প্রস্তাবে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে—
১. সংশ্লিষ্ট শিক্ষকের নিয়োগপত্রের সত্যায়িত অনুলিপি
২. প্রথম যোগদানের অফিস আদেশের সত্যায়িত অনুলিপি
৩. উচ্চতর বেতন স্কেলভুক্তির (যদি প্রযোজ্য হয়) সত্যায়িত কপি
৪. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি
৫. চাকরির মেয়াদকাল ও কর্মসম্পাদনের বিবরণ
এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য সকল বিদ্যালয় প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি দেখুন:
সাবস্ক্রাইব না করলে নিউজ পড়তে পারবেন না 📢