প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৫ , ১২:৩৩:৫৬
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনে সারাদেশে পাঠদান বন্ধ হয়ে পড়েছে। দেশের সব জেলা ও বিভাগীয় শহরে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন:
কত শতাংশ পে-স্কেল বাড়বে জানালেন শিক্ষা উপদেষ্টা
শিক্ষকরা জানাচ্ছেন, তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি না মানায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের প্রধান দাবি তিনটি—
➡️ বাড়িভাড়া ২০% বৃদ্ধি,
➡️ মেডিকেল ভাতা মাসে ১,৫০০ টাকা,
➡️ উৎসব ভাতা ৭৫% নির্ধারণ।
প্রতিদিন ইসলাম-এর সম্পাদক এম এ সাইদ (তন্ময়) বলেন,
> “আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করেছি। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।”
এদিকে শিক্ষার্থীরা বলছে, ক্লাস বন্ধ থাকায় তারা চরম অনিশ্চয়তায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন— দাবি পূরণ না হলে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে।