প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৫ , ১২:৫১:০৯
ইসলাম ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য শূন্য পদের তথ্য সংগ্রক করা হবে। এজন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সভা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
শিক্ষা মন্ত্রণালয়, ও এনটিআরসিএ’র মধ্যে কঠিন মতানৈক্য
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় এনটিআরসিএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, উপপরিচালক দীনা পারভীনসহ সংস্থাটির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চলতি বছরের জুন অথবা ডিসেম্বর মাস পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহে মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়েছে। এ সংক্রান্ত সম্মতি পাওয়ার পর গণবিজ্ঞপ্তির জন্য টেলিটক শূন্য পদের তথ্য সংগ্রহ করবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘টেলিটকের সঙ্গে ফলপ্রসূ সভা হয়েছে। ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম আজ সোমবারই শেষ হচ্ছে। এ সময় আর বাড়ানো হবে না। এছাড়া মন্ত্রণালয়ের সম্মতিপত্র পাওয়ার পর শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। শূন্য পদের তথ্য দেওয়ার জন্য আমরা প্রতিষ্ঠানগুলোকে ১০ দিন সময় দেব।’
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শূন্য পদের তথ্য সংগ্রহ নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চিঠি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ ফাইল অনুমোদন হতে পারে বলে জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে। জুন অথবা ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি অনুমোদন দেওয়া হবে। ফাইল অনুমোদন হলে বিষয়টি এনটিআরসিএকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।











