প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৬:৩৩:১৮
ইসলাম ডেস্ক: অবশেষে সরকারি চাকরিজীবীদের কাঙ্ক্ষিত নতুন পে স্কেল ঘোষিত হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। এতে ২০তম গ্রেডভুক্তদের বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন:
পে-স্কেল আপডেট, ১ জানুয়ারি থেকে কার্যকর নতুন যে তথ্য জানা গেল
গত বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বেতন বাড়ানোর প্রতিবেদন জমা দেওয়া হয়।
উচ্চ মূল্যস্ফীতির কারণে আওয়ামী লীগ সরকারের শেষ দুই বছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেয় বর্তমান সরকার। তবে এবার বেতনও বাড়ছে সরকারি চাকুরিজীবীদের।
পে কমিশনের প্রস্তাব অনুযায়ী, নবম বেতন কমিশনের সুপারিশকৃত মূল বেতনের ওপর ভিত্তি করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সম্ভাব্য ভাতার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট নিচে তুলে ধরা হলো। সাধারণত সরকারি নিয়মে মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়াএই রিপোর্টে ধরা হয়েছে যে, আগের নিয়ম অনুযায়ী মূল বেতনের প্রায় ৩৫% থেকে (শহর ভেদে) বাড়ি ভাড়া এবং একটি নির্দিষ্ট অঙ্কের চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা যোগ হবে। ৫০% হয়।


















