জাতীয়

গুরুত্বপূর্ণ যে তথ্য দিলেন শিক্ষা উপদেষ্টা

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্কঃ মানসম্মত শিক্ষায় জাতিসংঘ ও এর বিশেষায়িত সংস্থাগুলোর সহায়তাকে স্বাগতম জানাবেন বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জাতিসংঘসহ চার সংস্থা বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তা করতে প্রস্তুত বলে উপদেষ্টাকে জানানো হয়।

আরও পড়ুনঃ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশ

বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দ্বারপ্রান্তে

রবিবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে জাতিসংঘের অন্তবর্তীকালীন আবাসিক সমন্বয়ক এবং বাংলাদেশে ইউএনএফপির এজেন্সি প্রধান ক্রিস্টিন ব্লখুস, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহাম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিরা শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগকে বাস্তবসম্মত বলে মনে করেন এবং তারা শিক্ষাখাতে যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে শিক্ষা উপদেষ্টাকে জানান। তারা শিক্ষাক্ষেত্রে সংস্কারের ওপর জোর দেন। বিশেষত শিক্ষানীতি ২০১০ হালনাগাদ করা দরকার বলে মতামত দেন তারা।