প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২:০০:০৭
ইসলাম ডেস্ক: বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
শনিবার টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের মিলনায়তনের শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রধান উপদেষ্টার সাথে স্বাক্ষাৎ করে কেন শিক্ষার উন্নয়নে কেন জাতীয়করণ প্রয়োজন তা তুলে ধরলে তিনি জাতীয়করণ করার আশ্বাস প্রদান করেন এবং সে লক্ষে দ্রুত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন।
তিনি বলেন, পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলের গঠিত হওয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি বাতিল করার দাবি জানিয়েছিলাম আমরা। সে দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব বেসরকারি কলেজের কমিটি ভেঙ্গে দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সভাপতিকে অপসারণ করা হয়েছে এবং সদস্যদের অপসারণ করার প্রক্রিয়া চলছে। ইনশাআল্লাহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শিক্ষকদের সকল দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোঃ জাকির হোসেন বলেন, প্রজ্ঞাপন জারী করে ২০২৩ খ্রীঃ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল ও পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে । নতুন শিক্ষাক্রমের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির (কাঠামোবদ্ধ প্ৰশ্ন পদ্ধতি) উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে। উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিও’র জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে।
সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট ও বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনসহ প্রমূখ।