জাতীয়

মাদরাসার শিক্ষকদের জন্য বিশাল সুখবর

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০২:৫৬

0Shares

ইসলাম ডেস্ক; মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদরাসার দাখিলের সহকারী শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মতো অষ্টম গ্রেডে বেতন পাবেন। মাদরাসা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, মাদরাসার বর্তমান জনবল কাঠামোতে সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেডে যাওয়ার সুযোগটি না থাকায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো সংশোধন করে শিক্ষকদের অষ্টম গ্রেড প্রাপ্তির সুযোগ রেখে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তা, অনুমোদন হলে মাদরাসার সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেড পাবেন।

জানা গেছে, বর্তমানে মাদরাসার কৃষি, আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও নতুন এ নীতিমালা জারি হলে সব বিষয়ের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাবেন।
উল্লেখ্য, মাদরাসার সহকারী শিক্ষকরা বিএড ছাড়া যোগদান করলে ১১তম গ্রেডে বেতন পান। আর বিএড স্কেল পেলে তারা ১০ম গ্রেডে বেতন পান। মাদরাসার এমপিও নীতিমালায় চাকরির দশ বছরে একটি উচ্চতর গ্রেড ও ষোলো বছরে আরেকটি উচ্চতর গ্রেড পাওয়ার কথা সহকারী শিক্ষকদের।

সে হিসেবে বিএড স্কেল ও দুটি উচ্চতর গ্রেড পেয়ে শিক্ষকদের বেতন অষ্টম গ্রেডে আসার কথা। কিন্তু ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর জারি করা এমপিও নীতিমালায় বিএড স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণনা হবে বলে সুস্পষ্ট ঘোষণা না থাকায় শিক্ষকদের অষ্টম গ্রেডে বেতন দেয়া যাচ্ছিলো না।

তবে ২০২১ খ্রিষ্টাব্দের মার্চে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বিএড স্কেল যে উচ্চতর গ্রেড না সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা ছিলো। তাই স্কুলের সহকারী শিক্ষকরা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার সুযোগ পেলেও মাদরাসার সহকারী শিক্ষকরা তা থেকে বঞ্চিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content