প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ২:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: প্রতি মাসে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বেতন-ভাতা পাস হয় শিক্ষকদের। পাস হওয়ার পর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ব্যাংক থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন-ভাতা উত্তোলন করতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা। যদিও সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বেতন ইএফটির (ইলেকট্রিক মানি ট্রান্সফার) মাধ্যমে মাসের প্রথম দিন দিয়ে দেওয়া হয়। এখন থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও মাসের প্রথম দিনই ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন।
আরও পড়ুন:
মাধ্যমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু চলবে ১৫ অক্টোবর পর্যন্ত
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির -এর মাধ্যমে প্রেরণের লক্ষে অগ্রগতি পর্যালোচনায় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি ম্যাধমিক ০৩ শাখার উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ইএফটির -এর মাধ্যমে প্রেরণের লক্ষে অগ্রগতি পর্যালোচনা সভা আগামী ০২.১০.২০২৪ তারিখ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত সচিব (মাধমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা এর সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে (কক্ষ নং-১৮১৫, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) দেয়া শুরু হবে ৫ অক্টোবর থেকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা ও উপজেলায় এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।
বর্তমানে ত্রিশ হাজারের বেশি এমপিওভুক্ত সাধারণ হাইস্কুল-কলেজ ও মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। এবার সেই পদ্ধতির অবসান হতে চলেছে।