আইন

যেকারণে প্রাথমিকের সাড়ে ৬হাজার শিক্ষকের নিয়োগ স্থগিতের নির্দেশ

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৪:২৪:৪২

ইসলাম ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামীকাল থেকে এই সাড়ে ৬ হাজার শিক্ষককে নিয়োগ পত্র দেয়ার কথা ছিল। কিন্তু কোটা পদ্ধিত অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত তাদের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন।

এর আগে গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১ জেলার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০২৩ সালের ১৪ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর, গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশোধিত ফল ২২ এপ্রিল প্রকাশ করা হয়।

গত ২৮ মে হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। তবে, মৌখিক পরীক্ষার স্থগিতাদেশ আপিল বিভাগ খারিজ করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর, আদালত বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন। তবে, তদন্ত কমিটি প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আরও খবর

Sponsered content