জাতীয়

এমপিওভুক্ত মাদরাসার জন্য সুখবর

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৫:২৩:০৯

ইসলাম ডেস্ক: এবার এডহক কমিটি/বিশেষ কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে আওতাবহির্ভূত পদে (প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রধান ও কর্মচারী) নিয়োগ দিতে পারবে জানিয়ে নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এছাড়াও এনটিআরসিএর মাধ্যমে সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগ ও যোগদান অনুমোদন করার ক্ষেত্রে এডহক/ বিশেষ কমিটির কোনো বাধা নেই। এডহক কমিটি তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এমপিওভুক্ত করতে পারবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান স্বাক্ষরিত এ বিষয়ে এক নির্দেশনা জারি করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধান মালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৩৯(২) অনুযায়ী, ‘এডহক কমিটি গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করতে পারবে তবে এডহক কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না’ মর্মে বিধি কার্যকর ছিল। এই নির্দেশনার ফলে এই বাধা কাটলো।

নির্দেশনায় বলা হয়, “বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৬ ও ৮ অনুযায়ী জেলা পর্যায়ে জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর। এলাকায় বিভাগীয় কমিশনার/বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। অনুরূপভাবে সূত্রোক্ত ২নং স্মারকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল/কামিল মাদ্রাসাসমূহের গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি-২০২৩(খ) এর ধারা ৫ মোতাবেক এডহক কমিটির সভাপতি হিসাবে জেলা সদরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক-কে মনোনয়ন প্রদান করা হয়।”

এতে আরও বলা হয়, “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৩৯(২) অনুযায়ী এডহক কমিটি গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করতে পারবে তবে এডহক কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।”

বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে এডহক/বিশেষ কমিটির মাধ্যমে বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএ (NTRCA) এর আওতাভুক্ত ও আওতা বহির্ভূত পদসমূহে নিয়োগ প্রক্রিয়া এডহক/বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য এ আদেশ ২০ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ হতে কার্যকর হবে।