বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসম্পর্কে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় - protidinislam.com | protidinislam.com |
অপরাধ

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসম্পর্কে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ২:১৪:৩১ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: দেশের স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা ১৭ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিলেন শিক্ষক-কর্মচারীরা। এরপর সরকারের উচ্চপর্যায় থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলন স্থগিত করা হয়। আন্দোলন স্থগিতের তিনমাস অতিবাহিত হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে কবে?

আরো পড়ুন:

নীতিমালা চূড়ান্ত, ‘ভুয়া’ সংস্থাকে নিবন্ধন নয়: ইসি

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছেন, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে এমপিওভুক্ত করা হবে। বিষয়টি নিয়ে এক বিধিমালা তৈরির কাজ চলছে। এ বিধিমালা চূড়ান্ত হওয়ার পর উপদেষ্টার সঙ্গে সভা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে নতুন বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। এটি ফাইনাল হওয়ার পর জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। এরপর এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে।’

কবে নাগাদ এ প্রক্রিয়া শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই উপসচিব আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা শিগগিরই শিক্ষা উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসবো। বিধিমালা চূড়ান্ত হওয়ার পর আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে আবেদন চাইব। এরপর এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।

আরও খবর

Sponsered content