বিশ্বের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইউনিভার্সিটি - protidinislam.com | protidinislam.com |
জাতীয়

বিশ্বের শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইউনিভার্সিটি

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ১২:২৮:১৯ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংস ২০২৫-এর ফলাফল ১৮ জুন ২০২৫ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি গ্লোবাল স্কোরবোর্ডে সম্মানজনক স্থান করে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

আরো পড়ুন:

দেশের সব স্কুল-কলেজে জরুরি যে ঘোষণা দিলেন মাউশির

২৩১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০১ থেকে ২০০-এর মধ্যে অবস্থান করে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। বাংলাদেশ থেকে র‌্যাঙ্কে অন্তর্ভুক্ত ১৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিলই রয়েছে এক নম্বরে।

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের ভিত্তিতে মূল্যায়ন করে। এবারের র‌্যাঙ্কিংয়ে ডিআইইউ মানসম্পন্ন শিক্ষা (এসডিজি-৪) এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব (এসডিজি-১৭) শীর্ষ ৫০-এর মধ্যে ১৯তম, শালীন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে (এসডিজি-৮) ৩৩তম, শূন্য দারিদ্র্য (এসডিজি-১) ক্ষেত্রে ৩৬তম, জিরো হাঙ্গার (এসডিজি-২) ক্ষেত্রে ৫৩তম এবং বৈষম্য হ্রাস (এসডিজি-১০) এর জন্য ৬০তম স্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘‘এই অর্জন আমাদের টেকসইতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বৈশ্বিক প্রভাবের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা কৃতজ্ঞ আমাদের অনুষদ সদস্য, কর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অংশীদারদের প্রতি। তারা এই যাত্রায় একসঙ্গে ছিল বলেই এই অর্জন সম্ভব হয়েছে।’’

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আরও জানানো হয়, বছরের বিভিন্ন সময় আয়োজিত গবেষণা প্রকল্প, সেমিনার, ওয়ার্কশপ এবং সামাজিক উদ্যোগ এই অগ্রগতির পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। পাশাপাশি, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও জ্ঞানের সংস্কৃতি গড়ে তোলায় ডিআইইউর দীর্ঘমেয়াদি কর্মপ্রয়াস আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সহায়ক হয়েছে।

সম্পূর্ণ র‌্যাংকিং টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। https://www.timeshighereducation.com/impactrankings

আরও খবর

Sponsered content