অপরাধ

হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেশে রয়ে গেছে”

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৯:৫৮:৩১                        

ইসলাম ডেস্ক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রয়েছে। এই শাসন ব্যবস্থা বহাল থাকলে দেশে শান্তি থাকবে না।

আরো পড়ুন:

জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারি প্রতারণার মাধ্যমে সুবিধা নিলে শাস্তি

রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বুধবার দুপুরে ঝিনাইদহে গণ শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দানকালে রাশে খান এ কথা বলেন।

রাশেদ খান বলেন, আমরা লক্ষ্য করছি যে হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। হাসিনা বার বার তার আওয়ামী লীগের পান্ডাদের মাঠে নামানোর চক্রান্ত করছে। হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট ডিসি এসপিরা, যারা ১৪, ১৮ ও ২৪ সালে ভোটার বিহীন নির্বাচন করে দেশে হাস্যকর সংসদ কায়েম করেছিল, তারা এখনো বহাল রয়েছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনের পদে পদে থাকা ওই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তারা সরকারের কার্যক্রমে বাঁধা দেওয়ার চক্রান্ত করছে। এসব চক্রান্তের বিরুদ্ধে সকলকে একসাথে লড়াই করার করতে হবে।

গণঅধিকার পরিষদের শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরের সিটি কলেজ এলাকা থেকে শুরু হয়। সেখান থেকে শহর ঘুরে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার ঝিনাইদহ শহরের আরাপপুর মোড়ে এসে শেষ হয়। শোভযাত্রায় গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশ গ্রন করেন।

Editor Center

Editor

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content