এখন থেকে শিক্ষক-কর্মচারীদের যে বিষয় নজরদারি জোরদার করছে সরকার - protidinislam.com | protidinislam.com |
অপরাধ

এখন থেকে শিক্ষক-কর্মচারীদের যে বিষয় নজরদারি জোরদার করছে সরকার

  প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ২:২৩:০৯ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল নিবন্ধন সনদধারীরা আবেদন করতে পারবে না

শিক্ষক-কর্মচারীদের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা’ অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (বই বিতরণ) ও আহবায়ক ‘‘সোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন” তাপস কুমার অধিকারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান ও প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ পরিপত্র জারি করা হয়েছে। বর্ণিত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১নং সূত্রে বর্ণিত আদেশে বিভাগীয় পর্যায়ে ০৭ সদস্য, জেলা পর্যায়ে ০৬ সদস্য এবং উপজেলা/থানা পর্যায়ে ০৬ সদস্য বিশিষ্ট মনিটরিং টিম গঠন করা হয়েছে।

ইতোমধ্যে ‘‘সোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন” কমিটির দু’টি সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সভার কার্যবিবরণী মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাঠ পর্যায়ের মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং করে প্রতিমাসে সভা আয়োজন, প্রযোজ্যক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উল্লেখযোগ্য বিষয়সমূহ চিহ্নিত করে বিভাগের সমন্বিত তথ্য ‘সোসাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির নিকট প্রতিমাসে পাঠাতে হবে।খবর টিডিসি

আরও খবর

Sponsered content