প্রতিনিধি ১৯ জুন ২০২৫ , ৩:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই দেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
আরো পড়ুন:
ইসরাইলের পঞ্চম এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
বুধবার (১৮ জুন) পার্লামেন্টে এক ভাষণে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।
এরদোয়ান বলেন, “যে কোনো ধরনের হামলার প্রতিরোধে তুরস্ককে সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তুরস্কের উপর হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না আঙ্কারা।”
পার্লামেন্টে বক্তব্যে এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের কড়া নিন্দা জানান। তিনি বলেন, “তেলআবিবের হামলার প্রতিরোধ ইরানের অধিকার।”
তুরস্ক সবসময় শান্তির পক্ষে থাকলেও, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে তার জবাব হবে কঠোর ও সুনির্দিষ্ট।
এরদোয়ান আরও বলেন, “আমাদের সামরিক সক্ষমতা এতটা উন্নত করতে হবে, যেন কেউ তুরস্কের বিরুদ্ধে আক্রমণের কথা চিন্তাও করতে না পারে।”