আন্তর্জাতিক

গ্যালে টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

  প্রতিনিধি ২০ জুন ২০২৫ , ৪:৩৬:৪৮                        

Oplus_131072

স্পোর্টস ডেস্ক:গ্যালে (শ্রীলঙ্কা): শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত লড়াই করে জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গ্যালে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। এতে করে সফরকারীরা লিড নিয়েছে ১৮৭ রানের, যা শ্রীলঙ্কার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের ব্যাটসম্যানরা দিনের শুরু থেকেই দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন।

নাজমুল হোসেন শান্ত অপরাজিত রয়েছেন ৫৬ রানে,

আর শাদমান ইসলাম করেছেন কার্যকরী ৭৬ রান।

প্রথম ইনিংসে মাত্র ১০ রানের লিড পাওয়া বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে আরও গোছানো ব্যাটিং প্রদর্শন করে, যার ফলে দিন শেষে বাংলাদেশ এক শক্ত অবস্থানে চলে আসে।

স্পিনারদের জন্য বড় সুযোগ

গ্যালে টেস্টের পিচ ধীরে ধীরে স্পিন সহায়ক হয়ে উঠছে। শেষ দিনে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজদের ঘূর্ণিতে ব্যাটসম্যানরা কতটা টিকতে পারবেন, তাই এখন দেখার বিষয়। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় শ্রীলঙ্কাকে অলআউট করা সম্ভব হলে এটি হবে বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক টেস্ট জয়।

অধিনায়কের কণ্ঠে আশাবাদ

বাংলাদেশ দলের অধিনায়ক বলেন,
“আমরা পরিকল্পনা অনুযায়ী খেলছি। পিচ এখন আমাদের অনুকূলে। ইনশাআল্লাহ, আমরা শেষ দিনটা নিজেদের করে নিতে চাই।”

🇧🇩 একটি সম্ভাব্য ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশ যদি এই টেস্ট জয় নিশ্চিত করতে পারে, তবে এটি হবে দেশের ক্রিকেট ইতিহাসে বিদেশের মাটিতে আরেকটি গৌরবময় অধ্যায়। জাতি আজ তাকিয়ে আছে—গ্যালের আকাশে কি উড়বে লাল-সবুজ পতাকা?

আরও খবর

Sponsered content