প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ৫:৪৭:৪৪ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
আরো পড়ুন:
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে চাপ অব্যাহত রাখতে হবে
গত ১২ জুন যুক্তরাজ্যে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের আগে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। সাক্ষাৎকারের কিছু অংশ বাংলায় অনুবাদ করা হলো:
নির্বাচন ও আওয়ামী লীগ:
বিবিসি: আপনি বলেছেন নির্বাচনের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ প্রয়োজন। কিন্তু সমালোচনায় বলা হচ্ছে, আপনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?
অধ্যাপক ইউনূস: আমরা বহুবার ব্যাখ্যা করেছি। অন্তর্ভুক্তিমূলক মানে হলো সব মানুষের অংশগ্রহণ। আওয়ামী লীগ না থাকলেও মানুষ ভোট দিতে পারলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক। তারা ভোট দিতে চাইলে স্বাধীনভাবে করতে পারবে। এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে সীমাবদ্ধ রয়েছে। নির্বাচনে তারা থাকবে কি না, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।
শেখ হাসিনার দেশে ফেরত আনা ও বিচার:
বিবিসি: শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। আপনি তাকে দেশে ফিরিয়ে আনতে চান?
অধ্যাপক ইউনূস: বিচার প্রক্রিয়া চলছে এবং আইনি পদ্ধতিতে তাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে। আমরা আন্তর্জাতিক নিয়ম মেনে কাজ করব। মোদির সঙ্গে ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই তাকে আটকানোর। ভারত তাকে থাকার অনুমতি দিয়েছে, যা বাংলাদেশিদের জন্য তেমন সমস্যা নয়, তবে তার ভাষণ এবং সম্প্রচার সমস্যার কারণ।
আন্দোলন ও সমালোচনা:
বিবিসি: আওয়ামী লীগের সমর্থকরা গ্রেপ্তার হচ্ছেন। আপনি কি সমালোচকদের দমন করছেন?
অধ্যাপক ইউনূস: এটা অন্যায় সমতা হবে। অন্তর্বর্তী সরকার ও আওয়ামী লীগ এক নয়। আমি বলি, যারা বলছেন, তারা বাংলাদেশের বাস্তবতা বোঝেন না।
রোহিঙ্গা সংকট:
বিবিসি: রোহিঙ্গারা কষ্টে আছেন, শিক্ষাব্যবস্থা ভালো নয়, সাহায্য কমে যাচ্ছে। আপনি কেন আরও কিছু করছেন না?
অধ্যাপক ইউনূস: আমরা নিজেদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। রোহিঙ্গাদের সহায়তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। আমি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ক্যাম্প পরিদর্শন করেছি, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছি। প্রত্যাবাসনই একমাত্র সমাধান।
রোহিঙ্গাদের বাংলাদেশে একীভূত না করার কারণ:
বিবিসি: রোহিঙ্গারা মিয়ানমারের সরকারের কারণে ফিরে যেতে ভয় পাচ্ছে। কেন তাদের বাংলাদেশে একীভূত করা হয় না?
অধ্যাপক ইউনূস: এটা সমাধান নয়। স্থানীয় মানুষদের বিরূপতা আছে কারণ তারা দেখছে আন্তর্জাতিক সাহায্য শুধু রোহিঙ্গাদের জন্য। বাংলাদেশে নতুন জনগোষ্ঠীর বোঝা নিতে পারবে না। তবে আমরা সীমান্ত বন্ধ করিনি, সবাইকে আশ্রয় দিয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে প্রত্যাশা রয়েছে তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার।