প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ৫:১১:০৬
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দুই পক্ষের মধ্যকার উত্তেজনা বাড়তে থাকে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
আরো পড়ুন:
এবার ফিলিস্তিনপন্থী সংগঠন হামলা করলো যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে
যুদ্ধ বন্ধের কোনও চিহ্ন দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানের পক্ষ থেকে বার বার দাবি আসছে, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তিই একমাত্র উপায় এই সংঘাতের অবসানের জন্য।
শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ছাড়া এই সংঘাতের কোনো সমাধান নেই। তিনি বলেন, ইসরায়েল যদি আগ্রাসন অব্যাহত রাখে, তবে যুদ্ধ থামবে না এবং ইরান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর ফলে হামলাকারীরা ভয়ানক পরিণতি ভোগ করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা চালানোর বিষয়ে দুই সপ্তাহ সময় নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরানের সঙ্গে আলোচনা হওয়া বা না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে আগামী দুই সপ্তাহে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। তবে প্রাথমিক আলোচনায় কোনও সমঝোতার আভাস পাওয়া যায়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
শুক্রবার তেহরানের রাস্তায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। একই সময়ে ইরান-ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকে। বিশেষ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় ১৭ জন ইসরায়েলি আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবা একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে যানবাহন ভস্মীভূত হয়েছে এবং প্রধান সড়কে বড় ধরনের গর্ত দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, তারা এই শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে।
অপরদিকে, ইরানেও ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের এক পরমাণুবিজ্ঞানী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, যদিও এই তথ্য এখনও স্বতন্ত্রভাবে নিশ্চিত হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন। তেহরান সতর্ক করে দিয়েছে, এই সংঘাতে তৃতীয় পক্ষ জড়ালে এর পরিণতি ভয়াবহ হবে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি, মেহের নিউজ, তাসনিম,আল-আরাবিয়া, তাস
বিভাগ : আন্তর্জাতিক