প্রতিনিধি ২২ জুন ২০২৫ , ৬:৪৩:১৭
এম এ সাইদ (তন্ময়)ঃ পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় অবস্থিত আটঘরিয়া পাবলিক স্কুল বর্তমানে জেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষকবৃন্দ ও নিয়মিত পাঠদানের কারণে স্কুলটি অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফরা অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল। প্রত্যেকেই তাঁদের নিজ নিজ বিষয়ে পারদর্শী এবং পাঠদানে একাগ্র। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশেও তাঁরা বিশেষ ভূমিকা রাখছেন। বিশেষ করে নিয়মিত ক্লাস, মডেল টেস্ট, সহপাঠ কার্যক্রম ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে গড়ে উঠছে শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল ও দক্ষ প্রজন্ম।
প্রতিষ্ঠানটির একাডেমিক রেজাল্ট বরাবরইভালো। বিগত কয়েক বছর ধরেই পাবনা জেলার মধ্যে পরীক্ষায় উচ্চফলাফল অর্জন করে স্কুলটি সম্মানজনক স্থান ধরে রেখেছে।
আটঘরিয়া পাবলিক স্কুলের এই ধারাবাহিক সাফল্য এলাকার শিক্ষাবান্ধব পরিবেশকে আরো শক্তিশালী করছে। অভিভাবক মহলে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম রয়েছে। অনেকে এটিকে “পাবনার শিক্ষার মডেল” বলেও অভিহিত করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। আগামী দিনে আটঘরিয়া পাবলিক স্কুল দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নেবে—এই আমাদের লক্ষ্য।”
আশা করা যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আটঘরিয়া পাবলিক স্কুল শুধু পাবনার নয়, সারা দেশের শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে।