অপরাধ

পারমাণবিক স্থাপনার ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়ার ইঙ্গিত

  প্রতিনিধি ২২ জুন ২০২৫ , ৩:১৪:০৬                        

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কোম প্রদেশে অবস্থিত ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম। কোম প্রভিন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হোডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন, কয়েক ঘণ্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পরই শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত এবং প্রতিহত করার চেষ্টা করা হলেও হামলায় ফোরদোর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে তিনটি স্থাপনায় হামলার কথা বলছে — ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান — সেগুলোতে এমন কোনো উপাদান নেই যা থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। বিশেষজ্ঞদের ধারণা, ইরানি কর্তৃপক্ষ আগেভাগেই সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নিয়েছিল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় — ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান — খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।” একই সঙ্গে একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স একাউন্ট থেকে পোস্ট শেয়ার করেন ট্রাম্প, যেখানে দাবি করা হয়েছে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো স্থাপনাটি কার্যত ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, কোম প্রদেশের পাহাড়ের গভীরে থাকা ফোরদো ইরানের সবচেয়ে সুরক্ষিত এবং ইসরাইলের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে পরিচিত।

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

ভিজিট করুন →

🌍 দেশ–বিদেশে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/মহিলা যোগাযোগ করুন।

📞 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content