প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ৫:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ (পিকেসিএসবিডি) ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব ২০২৫’ এর জাতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতা স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১৯ জুন) মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।
নোটিশে বলা হয়, প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারদের সন্ধানে বাংলাদেশ (পিকেসিএসবিডি) ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব ২০২৫’ এর জাতীয় পর্যায়ের বাছাই প্রতিযোগিতা দুর্যোগপূর্ণ আবহাওয়া চলমান থাকায় নির্দেশক্রমে স্থগিত করা হলো।
কে হবে আগামীর টাইগার? ব্যাটিং–বোলিং না উইকেট কিপিং? এভাবেই কোটি শিক্ষার্থীকে স্বপ্ন দেখানো প্রতিযোগিতা ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট- ২০২৫ । ‘ট্যালেন্ট হান্ট’ নামে জাতীয় দলে নিজের জার্সি দেখার স্বপ্নে বুদ হাজারো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে নেওয়া হয়েছে ২০০ টাকা করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হলেও শিক্ষার্থীদের থেকে অর্থ উত্তলোন করা হচ্ছে। এ নিয়ে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা নিয়ে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।