প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ৩:২৪:৪৬ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: সম্পদের উৎস গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আরো পড়ুন:
সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন সোমবার এ আদেশ দেন।
এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মনিরুল মওলাকে গ্রেপ্তার করে। রাতে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
দুদক ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত মনিরুল মওলাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মনিরুল মওলার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি করে তা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মামলায় ইসলামী ব্যাংকের মোট ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসতের অভিযোগ আনা হয়েছে।
গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। এরপর গ্রুপটির পক্ষ থেকে বিভিন্ন উপায়ে এই ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যখন এসব ঋণ দেওয়া হয়, তার বেশির ভাগ সময় এমডি ছিলেন মনিরুল মওলা। একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে এস আলমের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। এ জন্য এস আলম ব্যাংক দখলের পর তাঁকে এমডি করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পর্ষদের বেশির ভাগ সদস্য ও অধিকাংশ ডিএমডি আত্মগোপনে চলে যান। তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের ছেলে আহসানুল আলম। তবে মনিরুল মওলা বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাঁকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ।