শিক্ষার আলোয় প্রযুক্তির ছোঁয়া—উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মাদ আবু সাইদ - protidinislam.com | protidinislam.com |
সারাদেশ

শিক্ষার আলোয় প্রযুক্তির ছোঁয়া—উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মাদ আবু সাইদ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ৪:৩১:২৮ প্রিন্ট সংস্করণ

আসিফ ইকবাল পাবনাঃ শিক্ষাক্ষেত্রে অবদান, প্রযুক্তির সফল ব্যবহার, শিক্ষার্থীদের সঙ্গে মানবিক সম্পর্ক এবং ডিজিটাল কনটেন্ট তৈরিতে অসাধারণ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেবোত্তর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মাদ আবু সাইদ আটঘরিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

আরো পড়ুনঃ

যে কারণে এনটিআরসিএ’র ভাইভার ফাঁদে ২০ হাজার প্রার্থী

তিনি শুধু একজন শিক্ষক নন—তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা, শিক্ষা অনলাইন প্ল্যাটফর্ম নির্মাতা এবং শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ও A2i-এর একজন সক্রিয় কন্ট্রিবিউটর। পাবনা জেলার ICT4E District Ambassador হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

🎓 শিক্ষা ও প্রযুক্তির মিলন ঘটিয়েছেন তিনি

শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কিভাবে পাঠদান আরও কার্যকর ও আগ্রহবোধক করা যায়—তা নিয়ে তিনি তৈরি করেছেন অসংখ্য ভিডিও কনটেন্ট, প্রেজেন্টেশন এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম।
তিনি বলেন—

> “একজন শিক্ষক শুধু ক্লাসে পাঠদান করেই দায়িত্ব শেষ করেন না। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার পদ্ধতি সহজ করে তোলা, তাদের মানসিক ও নৈতিক উন্নয়ন ঘটানো—এটাই এখন সময়ের দাবি।”



🏆 অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন

তাঁর নেতৃত্বে দেবোত্তর দাখিল মাদরাসায় শিক্ষার মান, উপস্থিতি ও পরীক্ষার ফলাফল অনেক গুণে উন্নত হয়েছে। তিনি শিক্ষক হিসেবে যেমন শ্রদ্ধার পাত্র, তেমনি শিক্ষার্থীদের কাছে তিনি একজন প্রেরণার উৎস।

📌 সম্পাদক হিসেবে দায়িত্ব পালন

তিনি বর্তমানে শিক্ষকতার পাশাপাশি বিনা পয়ষার পত্রিকা www.protidinislam.com–এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি শিক্ষামূলক, ধর্মীয় ও সামাজিক সচেতনতা বিষয়ক লেখালেখি করে যাচ্ছেন নিয়মিত।

তিনি শিক্ষার আলোয় প্রযুক্তির ছোঁয়ায়—উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

তিনি বলেন—

> “লেখার মাধ্যমে সমাজ বদলে দেওয়া যায়। শিক্ষকতা, প্রযুক্তি ও সাংবাদিকতা—এই তিনটি মাধ্যমকে আমি একসূত্রে গেঁথেছি সমাজের জন্য কিছু করার আশায়।”

আরও খবর

Sponsered content