১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হয়েও কপাল পোড়া যে সকল প্রার্থীর - protidinislam.com | protidinislam.com |
অপরাধ

১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হয়েও কপাল পোড়া যে সকল প্রার্থীর

  প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১:৫৩:৩৬ প্রিন্ট সংস্করণ

উর্মিমালা জাহান ঢাকা বিভাগীয় ব্যুরো ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন ৬০ হাজারেও বেশি প্রার্থী। এর মধ্যে‌ ‘ভুল অপশন’ নির্বাচন করায় ভাইভায় উত্তীর্ণ হয়েও চাকরি অনিশ্চিত হয় পড়েছে প্রায় ৩ হাজার প্রার্থীর।

আরো পড়ুন:

যে কারণে এনটিআরসিএ’র ভাইভার ফাঁদে ২০ হাজার প্রার্থী

উত্তীর্ণ প্রার্থীরা বলছেন, নাম-ঠিকানা সংশোধনের সুযোগ দেওয়া হলেও অপশন ভুলের জন্য কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এদিকে বিষয়টি সম্পর্কে জানতে এনটিআরসিএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, বিজনেজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোতে লেকচারার পদ খালি আছে মাত্র ৩৩টি। আর জেনারেলে লেকচারার পদ খালি আছে ৫৯৯টি। কিন্তু আবেদন প্রক্রিয়ার সময় ভুলক্রমে বিজনেজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করায় জেনারেল লেকচারার পদে আবেদন করতে পারছেন না উত্তীর্ণ হওয়া প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থী।

এদিকে ভুল সংশোধনের সুযোগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বরাবর (এনটিআরসিএ) একটি স্মারকলিপি দিয়েছেন উত্তীর্ণ প্রার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুলক্রমে বিজনেজ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ করা প্রার্থীরা সংশোধন করতে আবেদন জমা দিতে গেলে, তাদের আবেদন জমা নেওয়া হচ্ছে না। সংশোধনের সুযোগ না থাকার কথা বলে তাদের এনটিআরসিএর গেট থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

১৮তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে চাকরিপ্রার্থীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ কলেজ পর্যায়ের প্রায় ৩০০০ প্রার্থী বাংলা, ইংরেজি এবং গণিত বিভাগের। আবেদনপ্রক্রিয়ার সময় ভুলক্রমে Business Management Institute অপশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করে। আবেদন ফর্ম, প্রবেশপত্র কিংবা অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্রে এ বিষয়ে কোনো সুস্পষ্ট বা সতর্কীকরণ নির্দেশনা না থাকায় ভুলটি বুঝতে না পেরে এবং অন্যান্য সব প্রার্থীর ন্যায় যথানিয়মে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা—সব ধাপ সফলভাবে সম্পন্ন করে থাকে।

আরো পড়ুনঃ

সরকারি কর্মকর্তা -কর্মচারীরা যে সকল সুবিধা থেকে বঞ্চিত হলেন

পরবর্তীতে, গত ১৮ জুন ই-সার্টিফিকেট ডাউনলোড করার সময় এই ভুলটি দৃশ্যমান হয়। এতে চূড়ান্ত নিয়োগে অন্তরায় হতে পারে বলে অনুধাবন করতে পারেন তারা।

ইতোমধ্যে নাম, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ প্রদান করা হয়েছে; এমনকি নির্ধারিত সময়ের মধ্যে ভাইভা বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ কিছু প্রার্থীকে দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়েছে। তাই মানবিক দিক বিবেচনায় নিয়ে অনিচ্ছাকৃত ভুলটি সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

সামিনা আক্তার (ছদ্মনাম) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৭৪ পেয়েছি এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছি। আবেদনের সময় না বোঝার কারণে Business Management Institute অপশন পছন্দটি নির্বাচন করি।

অথচ এ পদে মাত্র ৩৩টি সিট খালি রয়েছে। কিন্তু জেনারেল শাখায় লেকচারার পদে প্রায় ৫৯৯ পদ খালি রয়েছে। যোগ্য হয়েও এখন আমার চাকরি অনিশ্চিত।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তীর্ণ প্রার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধনে যেসব প্রার্থী ভাইভাতে উপস্থিত হতে পারেননি, পরবর্তীতে তাদের একটি নোটিশ দিয়ে ডেকে ভাইভা নিয়েছে এবং চূড়ান্ত ফলাফলও প্রকাশ করেছে। এনটিআরসিএর এমন আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই।

আমরা ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি, কিন্তু ভুল অপশন পছন্দের কারণে জেনারেল পদে আবেদন না থাকার সুযোগে যোগ্য হয়েও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এনটিআরসিএর সহায়তা কামনা করছি।

এ বিষয়ে এনটিআরসিএর যুগ্ম সচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকীর সঙ্গে দেখা করতে গেলে, তিনি কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন।

আরও খবর

Sponsered content