জাল সনদ: যে সকল শিক্ষকের ইনডেক্স কর্তন করলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর - protidinislam.com | protidinislam.com |
অপরাধ

জাল সনদ: যে সকল শিক্ষকের ইনডেক্স কর্তন করলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

  প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১২:৪১:৫৯ প্রিন্ট সংস্করণ

আশিক হাসান ঢাকা প্রতিনিধি: এনটিআরসিএ সনদ/সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় বেসরকারি এমপিওভুক্ত চার টি মাদ্রাসার ৯ জন শিক্ষকের এমপিও কর্তন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

একই সাথে এই সব শিক্ষকদের বিরুদ্ধে উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, বর্ণিত শিক্ষকদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর সনদ/সুপারিশপত্র জাল ও ভুয়া মর্মে অবহিত করেন এনটিআরসিএ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুযায়ী এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে নিম্নেবর্ণিত শিক্ষকদের এমপিওশীট হতে ইনডেক্স কর্তন করা হলো।

ইনডেক্স কর্তন শিক্ষকরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার কোচেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মহসিন আলম, সহকারী মৌলভী পলাশ ও ইবতেদায়ী শিক্ষক শান্তা ইসলাম, গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এম.বি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (বাংলা) তাহমিনা ফেরদৌস, নরসিংদীর মনোহরদী উপজেলার জি. কে.পি ডোরাইগাঁও রবিউল উলুম দাখিল মাদ্রাসার ইবতেদায়ী ক্বারী পারবিন আক্তার এবং গাজীপুরের কাপাসিয়ার টোক নগর দারুল হাদীস আলিম মাদ্রাসার প্রভাষক নাজমুল আহসান, সহকারী মৌলভী মোসা: নাজমুন নাহার, সহকারী শিক্ষক সানাউল্লা ও জুনিয়র মৌলভী কে. এম. এ সবুর শেখ।

আরো পড়ুন:

জুলাই মাসে আবারো টানা ছুটি শিক্ষাপ্রতিষ্ঠান

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, ভবিষ্যতে এ ধরনের জাল সনদধারী আবেদন প্রেরণে মাদ্রাসার প্রধানকে সতর্ক করা হলো।

বর্ণিত শিক্ষকবৃন্দের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে প্রমাণকসহ অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ ও সরকারি কোষাগারে অর্থ ফেরত প্রদানে যে কোন ধরনের শৈথিল্যে প্রতিষ্ঠান প্রধান সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।

আরও খবর

Sponsered content