প্রতিনিধি ২৬ জুন ২০২৫ , ১১:৫২:১৩
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্যে গরমের ছুটি শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। কিন্তু তারপরেও যে গরম পুরোপুরি কমে গিয়েছে, এমনটা কিন্তু একেবারেই নয়। বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, বেশ কিছু জেলায় এখনো পর্যন্ত ভ্যাপসা গরমে নাজেহাল মানুষজন।
কিন্তু বিদ্যালয় গুলি খুলে যাওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের এই গরমের মধ্যেও বিদ্যালয়ে উপস্থিত থাকতে হচ্ছে। কিন্তু এর মধ্যেই জুলাই মাসে আবারো টানা ছুটি ঘোষণা রাজ্য সরকারের। কিসের ছুটি? কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হবে? সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানানো হলো আজকের প্রতিবেদনের মাধ্যমে।
ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যের শহরগুলি
দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জায়গায় বর্ষার আবহাওয়া দেখা গেলেও, রাজ্যের একাধিক জেলায় এখনো পর্যন্ত ভ্যাপসা গরম রয়েছে। এই গরমের মধ্যে কাজ করা, স্কুলে যাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু গোটা বছরজুড়ে গরমের প্রকোপ থাকলেও গ্রীষ্মকালীন ছুটি দেওয়া সম্ভব নয় সরকারের পক্ষে।
তাই এই গরম এবং কষ্টকর দিনগুলির মধ্যেও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুলে উপস্থিত থাকতে হচ্ছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের জেলাগুলিতে ফারদা আরো চড়বে। তবে জুলাই মাসে এই দিক থেকে বেশ কিছুটা স্বস্তির খবর পাওয়া যাচ্ছে
জুলাই মাসে আবারো টানা ছুটি ঘোষণা রাজ্য সরকারের
২০২৫ সালের জুন মাসে রবিবার ছাড়া সেরকম কোনো ছুটি না থাকলেও, জুলাই মাসে একটানা সাত দিনের জন্য ছুটি পেতে পারেন ছাত্র-ছাত্রীরা। এর মূল কারণ হল- এই মাসে রয়েছে একাধিক উৎসব। যার কারণে পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভারতবর্ষেও বিভিন্ন ছুটি রয়েছে।
কিসের জন্য ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা?
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের মূলত বেশ কয়েকটি উৎসবের জন্য ছুটি মিলতে পারে। এর মধ্যে প্রধান হল জুলাই মাসের শুরুর দিকেই অনুষ্ঠিত হওয়া মুসলিম সম্প্রদায়ের উৎসব মহরম। জুলাইয়ের শুরুতেই মুসলিমদের পবিত্র মহরম উৎসব রয়েছে। এটি জুলাই মাসের ৬ তারিখ অর্থাৎ রবিবার পড়েছে। ঐদিন এমনিতেও স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকে। তবে মহরম এর আগের দিন অর্থাৎ ৫ই জুন, শনিবার রাজ্য সরকারের তরফে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঐদিন বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ছুটি ঘোষণা করা হত
এছাড়াও জুলাই মাসে রয়েছে মোট চারটি রবিবার। প্রত্যেকটি রবিবারে এমনিতেই রাজ্যের বিদ্যালয় গুলি ছুটি থাকে। অপরদিকে বেশ কয়েকটি বিদ্যালয়ে শনিবারেও ছুটি দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। সবমিলিয়ে জুলাই মাসে ৭ থেকে ৮ দিন ছুটি পাবেন রাজ্যের ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গ রাজ্যের এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে এই ছুটির ঘোষণা স্বাভাবিকভাবেই ছাত্র-ছাত্রীদের মুখে আনন্দের হাসি এনে দিয়েছে।