৫ আগস্ট নিয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্য দিলেন জামায়াতে ইসলামীর আমির - protidinislam.com | protidinislam.com |
ইসলাম

৫ আগস্ট নিয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্য দিলেন জামায়াতে ইসলামীর আমির

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৯:৪১:১৬ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর থেকেই এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান জানান আমীরে জামায়াত।

শফিকুর রহমান পোস্টে লেখেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।

এদিকে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনে অগ্রণী ভূমিকা রাখা তারুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

আরও খবর

Sponsered content