ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি - protidinislam.com | protidinislam.com |
আইন আদালত

ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিলো সৌদি

  প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ২:৩৫:৩৯ প্রিন্ট সংস্করণ

প্রবাস ডেস্কঃ হিজরি নববর্ষ উপলক্ষ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলেছে, কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে, তাহলে মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হবে।

আরো পড়ুনঃঃ

বিশ্ব গণমাধ্যমে ইরানের শহীদদের ঐতিহাসিক শেষ বিশ্ব গণমাধ্যমে ইরানের শহীদদের ঐতিহাসিক শেষ

এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৌদি ছাড়তে পারবেন। এটি শুরু হয়েছে গত ২৭ জুন থেকে। এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মুহররমের প্রথম দিন ছিল।

সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমান দিতে হবে। আবেদনটি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবসের ইলেকট্রনিক প্লাটফর্মের তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে।

এরআগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছিল, তাদের হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে। এরপরই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করা যাবে। তবে তারা সুবিধাটি শুধু হজযাত্রীদের মধ্যে না রেখে সবার জন্য করেছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়া শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয়, এটি সৌদির আইনের প্রতি শ্রদ্ধাও।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)

আরও খবর

Sponsered content