প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৫:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনে সকল পদের পদায়নের ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয় নিজের কাছে ন্যস্ত রেখে অবশিষ্ট পদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে ন্যস্ত করে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আরো পড়ুন:
কঠোর সতর্কবার্তা দিলেন মাদরাসা শিক্ষক-কর্মচারীদেরঃ শিক্ষা অধিদপ্তর
সোমবার (৩০) জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানা গেছে। এর আগে একই দিন সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫ জারি করে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বদলি পদায়ন নীতিমালা অনুযায়ী সহযোগী অধ্যাপক/ অধ্যাপক/উপাধ্যক্ষ/ অধ্যক্ষ/ ঢাকা মহানগরসহ সকল
বিভাগীয় শহর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনভূক্ত সকল পদ এবং প্রাতিষ্ঠানিক পদের নিয়োগ ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে এবং সারাদেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে।
আরো পড়ুন:
দুঃসংবাদ এনটিআরসিএ’র চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত চাকরি প্রত্যাশীদের
এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত শিক্ষক/কর্মকর্তাদের বদলি/পদায়ন এর নিমিত্তে ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা, ২০২৫” ৩০.০৬.২০২৫ খ্রি. তারিখ থেকে কার্যকর হয়েছে। সে লক্ষ্যে সরকারি কলেজের শিক্ষকদের বদলি/পদায়ন সহজতর করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনাবলি জারি করা হলো:
বর্ণিত বদলি/পদায়ন নীতিমালা অনুযায়ী প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নের ক্ষেত্রে আবেদনকারী তার পিডিএস হালনাগাদপূর্বক অনলাইনে আবেদন করবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে ১) www.shed.gov.bd; ২) www.dshe.gov.bd; এবং ৩. www.emis.gov.bd লিংকের নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে;
বদলি পদায়ন নীতিমালা অনুযায়ী সহযোগী অধ্যাপক/ অধ্যাপক/উপাধ্যক্ষ/ অধ্যক্ষ/ ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশনভূক্ত সকল পদ এবং প্রাতিষ্ঠানিক পদের নিয়োগ ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে এবং সারাদেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে;
বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না; অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে প্রেরিত বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না; সংশ্লিষ্ট কর্মকর্তার দাখিলকৃত আবেদন অধ্যক্ষ কর্তৃক অগ্রায়ণের পর মন্ত্রণালয়/ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে প্রতি ১৫(পনের) দিন অন্তর মূল্যায়ন করবেন এবং বিচেনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর পেশ করা হবে; কোন শিক্ষক/কর্মকর্তা একবার আবেদন করলে পরবর্তী ৩ মাসের মধ্যে আর আবেদনপত্র দাখিল করতে পারবেন না; একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ০৫ (পাঁচ)টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন।
কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরকৃত আবেদনসমূহের প্রেক্ষিতে দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়ন আদেশ জারী করবেন; নন-ক্যাডার কর্মকর্তা কোন ক্যাডার পদে বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না; বর্ণিত নীতিমালা বাস্তবায়নের নিমিত্তে জনস্বার্থে কর্তৃপক্ষ প্রশাসনিক আদেশে সারাদেশে কলেজসমূহ থেকে প্রয়োজনীয় পদ শূন্যকরণের ব্যবস্থা করবেন; বর্ণিত প্রক্রিয়ার বাহিরে কোন কর্মকর্তার বিভিন্ন মাধ্যমে রাজনৈতিক তদবির/ চাপ সৃষ্টি ও আধা-সরকারি পত্র (ডিও লেটার) উপস্থাপন অসদচারণ বলে গণ্য হবে; অসম্পূর্ণ এবং হালনাগাদ না করা পিডিএসসমূহ বিবেচনায় নেয়া হবে না; বদলি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ বিজ্ঞপ্তি অবিলম্বে কার্যকর হবে।
আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।
📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:
masayeedtonmoy@gmail.com