ডুবাইয়ে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি - protidinislam.com | protidinislam.com |
অর্থনীতি

ডুবাইয়ে ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ১:৪০:২৫ প্রিন্ট সংস্করণ

প্রবাস ডেস্ক: ডুবাইয়ের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ


সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় এই র‌্যাফেল ড্রর ভাগ্যবান বিজয়ী আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক প্রবাসী। দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি। ৪৩ বছর বয়সী এই ইলেকট্রিশিয়ান আবুধাবিতে বসবাস করছেন গত ১৪ বছর ধরে।

সিরিজ ২৭৬–এর এই ড্রয়ে বিজয়ী হন তিনি। গত ২৪ জুন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টার থেকে কেনা ০৬১০৮০ নম্বর টিকিটটি তাকে এই বিরল সৌভাগ্য এনে দেয়।

বিজয়ের খবর শুনে আবেগাপ্লুত বেলাল বলেন, ‘আমি এখনও কাঁপছি। বিশ্বাসই হচ্ছে না, এটা সত্যি ঘটেছে!’

ড্রয়ের পর উপস্থাপক রিচার্ড ও বুশরা বহুবার চেষ্টা করেও তাকে ফোনে পাননি। পরে বিগ টিকিট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।

গত ১২ বছর ধরে নিয়মিতভাবে এই লটারি কিনে আসছিলেন বেলাল ও তার পাঁচ বন্ধু। প্রতি মাসেই তারা মিলে একটি করে টিকিট কিনতেন। বিজয়ের পর তিনি বলেন, ‘আজ আমার স্বপ্ন সত্যি হলো।’

পুরস্কারের অর্থ কিভাবে ব্যয় করবেন, সে সম্পর্কেও তিনি পরিকল্পনা করছেন। বললেন, ‘আমি আমার পাঁচ বন্ধুর সঙ্গে পুরস্কারের টাকা ভাগ করে নেব। আমার অংশ দিয়ে প্রথমেই বাংলাদেশে পরিবারের জন্য একটি বাড়ি করব।’

বাকিটা কী করবেন, প্রশ্ন করা হলে বেলাল উত্তর দেন, ‘বাকি অংশ কীভাবে খরচ করব, সে সিদ্ধান্ত নিতে একটু সময় নেব,’ বলেন তিনি।

তবে এমন বিরল জয়েও থেমে যেতে চান না তিনি। ভবিষ্যতেও বিগ টিকিট কিনে যাবেন বলেই জানান। তার কথায়, ‘বিগ টিকিট আমাকে স্বপ্নের চেয়েও বেশি কিছু দিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ।’

এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২৭৫ সিরিজের ড্রতে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। অন্যদিকে, সাপ্তাহিক ই-ড্রতে ১৫০,০০০ দিরহাম বিজয়ীদের মধ্যে ছিলেন মোহাম্মদ চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content