লাগামহীন লুটপাট আওয়ামী আমলের বড় নিদর্শনঃ আসিফ - protidinislam.com | protidinislam.com |
অপরাধ

লাগামহীন লুটপাট আওয়ামী আমলের বড় নিদর্শনঃ আসিফ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ , ১১:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন।’

আরো পড়ুন:

পুলিশকে অন্ধকার যুগে নিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা

রোববার (০৬ জুলাই) উপদেষ্টা আসিফ তার ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়, ‘শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।’ তিনি আরও বলেন, শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।

পোস্টে আরও লেখা হয়, ‘আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’—মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও, ভেতরের চিত্র কী ছিলো এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন।

এতে আরও বলা হয়, এই লুটপাটকে থিম করে শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড’ সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন। জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা এই শিল্পী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন।

পোস্টে উল্লেখ করা হয়, শুরুতে ১০টি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।

এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার পেছনের কারণ এবং সেই মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো।

সূত্র: বাসস।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content