রাবাদা-সিরাজদের ছাড়িয়ে চূড়ায় তাসকিন - protidinislam.com | protidinislam.com |
আন্তর্জাতিক

রাবাদা-সিরাজদের ছাড়িয়ে চূড়ায় তাসকিন

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ২:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন পেসার তাসকিন আহমেদ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ২ মেডেনসহ খরচ করেছিলেন ৪৭ রান, ঝুলিতে পুরেছিলেন চারটি মূল্যবান উইকেট।

আরো পড়ুন:

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

সিরিজের শেষ ওয়ানডেতেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত যথেষ্ট মিতব্যয়ী তিনি। ৬ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও মোটে ২৫ রান খরচ করেছেন।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

আর এই মিতব্যয়ীতার বিচারেই অন্যরকম এক রেকর্ডে নাম উঠে গেছে তাসকিনের। পরিসংখ্যানবলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডেতে কমপক্ষে ১৫০ ওভার বল করেছেন, এমন পেসারদের তালিকায় ইকোনমি রেটের দিক দিয়ে সবার ওপরে তাসকিন আহমেদ। আজকের ম্যাচটিকে হিসেবের বাইরে রেখে ২৭ ইনিংসে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৪৬ উইকেট।

এই সময়ে তাসকিনের চেয়ে ম্যাট হেনরি ৩ উইকেট বেশি শিকার করলেও তার ইকোনমি তাসকিনের চেয়ে বেশি—৫.১৫।

এছাড়া দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা ৫.৩২ ইকোনমিতে নিয়েছেন ৩৩ উইকেট। আর অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের মহাম্মদ সিরাজ ৩০ ও ৪৭ উইকেট নিলেও তাদের ইকোনমি আরও বেশি—৫.৩৮ ও ৫.৪১।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content