ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তর আবেদন শুরু, মাদ্রাসা কোডসহ তালিকা প্রকাশ - protidinislam.com | protidinislam.com |
ইসলাম

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তর আবেদন শুরু, মাদ্রাসা কোডসহ তালিকা প্রকাশ

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১২:০৪:২৩ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ জুলাই)।

যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। www.tmed.gov.bd, www.dme.gov.bd ও www.banbeis.gov.bd ওয়েবসাইটে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

এদিকে মঙ্গলবার (৮ জুলাই) এমপিওভুক্তির লক্ষে ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার কোডসহ তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তালিকা দেখুন https://dme.gov.bd/sites/default/files/files/dme.portal.gov.bd/

আরো পড়ুন:

এসএসসি ও সমমানের ফল প্রকাশের চুড়ান্ত তারিখ ঘোষণা

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (এমপিও) মো. আব্দুল হান্নান বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসের ওয়েবসাইটে প্রদর্শিত লিংক থেকে অনুদানভুক্ত মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

সম্প্রতি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করা হয়েছে। আবেদন করা মাদরাসাগুলোর তথ্য যাচাই-বাছাই শেষে নীতিমালা অনুযায়ী যোগ্য বিবেচিত মাদরাসাকে এমপিওভুক্ত করা হবে।

আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

এর আগে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য ‘নতুন করে আবেদন লাগবে না’ বলে জানিয়েছিলেন মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। তবে নীতিমালা জারির পর মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন চাইল শিক্ষা মন্ত্রণালয়।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content