এনটিআরসিএ'র লিখিত পরীক্ষার্থীদের জন্য সুখবর - protidinislam.com | protidinislam.com |
আইন আদালত

এনটিআরসিএ’র লিখিত পরীক্ষার্থীদের জন্য সুখবর

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১২:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া এ রায়ের বিরুদ্ধে এখনো আপিল করেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আরো পড়ুন:

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তর আবেদন শুরু, মাদ্রাসা কোডসহ তালিকা প্রকাশ

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হক।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ


এনটিআরসিএ সচিব জানান, ‘হাইকোর্টের দেওয়া রায়ে আমরা চার নম্বর বিবাদী। প্রথম বিবাদী করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে। এ ছাড়া তৃতীয় নম্বরে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক। আগামীকাল বুধবার পর্যন্ত আপিল করার সময় রয়েছে। আপিল করলে কালকের মধ্যে করা হবে।’

এর আগে গত ৩ জুলাই ১৮তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

জানতে চাইলে এনটিআরসিএর সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি আমাদের সচিব স্যার দেখছেন। তিনি যা বলেছেন এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

গত ৪ জুন বিকেলে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে ২০ হাজারের বেশি প্রার্থী বাদ পড়েন।

অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। শুরু করেন আন্দোলন। সনদের দাবিতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন অনুত্তীর্ণ প্রার্থীরা।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content