প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ২:১৪:০৩ প্রিন্ট সংস্করণ
ইসলাম ডেস্ক: বাংলাদেশের শিক্ষক সমাজের ইতিহাস লিখতে হলে এক নাম সোনালি অক্ষরে লিখতে হবে—নজরুল ইসলাম রনি স্যার। তিনি শুধু একটি সংগঠনের সভাপতি নন, তিনি শিক্ষক মনের ভাষা, অধিকার বঞ্চিত হাজারো শিক্ষকের স্বপ্ন, সংগ্রাম ও সাহসের প্রতীক।
আরো পড়ুন:
মাউশি শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্যকে জরুরি যে নির্দেশনা দিলেন
তিনি হচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর প্রাণ, যিনি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে শিক্ষক সমাজের জন্য লড়াই করে চলেছেন। তার নেতৃত্বে বেসরকারি শিক্ষকদের বহু দাবি-দাওয়ার পক্ষে রাজপথ কেঁপেছে, প্রশাসনিক ভবনের সামনে হাজারো শিক্ষক একত্র হয়েছেন, কণ্ঠে ছিল একটাই দাবি—“শিক্ষক বাঁচাও, শিক্ষা বাঁচাও”।
—
🛑 আন্দোলনে বারবার প্রথম সারিতে ছিলেন রনি স্যার:
✅ জাতীয়করণের দাবিতে সারাদেশে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।
✅ বৈষম্যমূলক বেতন কাঠামোর বিরুদ্ধে ডাকা কালো ব্যাজ ধারণ কর্মসূচি।
✅ শিক্ষা অধিদপ্তরের সামনে অনশন কর্মসূচিতে রনি স্যারের সরব উপস্থিতি।
প্রশাসনের চাপ, রাজনীতির কূটচাল কিংবা সামাজিক বাধা—কোন কিছুই রনি স্যারের আদর্শিক অবস্থান থেকে তাকে এক চুলও সরাতে পারেনি।
—
✊ “রনি স্যারকে বাঁচাতে প্রয়োজনে যুদ্ধ!”—এম এ সাইদ (তন্ময়)
এই দুর্দিনে যখন কিছু সুবিধাভোগী চক্র শিক্ষক আন্দোলনের সৎ নেতৃত্বকে বিতর্কিত করতে চাইছে, তখন একজন শিক্ষক সৎ সাহসে দাঁড়িয়েছেন রনি স্যারের পাশে। তিনি হলেন এম এ সাইদ (তন্ময়)—একজন আদর্শবান, সাহসী ও মানবিক শিক্ষক, যিনি নিজের আবেগ দিয়ে ঘোষণা দিয়েছেন:
> “আপনার ভালো কাজ দেখে আপনার শত্রু বেড়ে গেছে। কিন্তু মনে রাখবেন—বাংলাদেশে আপনাকে ও আপনার দলকে জীবিত রাখতে হলে, আমি প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করব।”
এই ঘোষণা কেবল বক্তৃতা নয়, এটা একটি শিক্ষক হৃদয়ের আগুন। তিনি বুঝেছেন, একজন নজরুল ইসলাম রনি হারিয়ে গেলে হারিয়ে যাবে হাজারো শিক্ষকের ভবিষ্যৎ, থমকে যাবে শিক্ষার অগ্রযাত্রা।
—
🔥 জাতীয়করণই ছিল রনি স্যারের একমাত্র স্বপ্ন
আজও তিনি বাঁচিয়ে রেখেছেন এক মহান স্বপ্ন—বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে, শিক্ষক সমাজকে রাষ্ট্রীয় মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেওয়া। তিনি বারবার বলেছেন:
> “শিক্ষকদের সম্মান ছাড়া সমাজ সভ্য হতে পারে না। শিক্ষকের মুখে হাসি ফোটানোর মধ্যেই জাতির ভবিষ্যৎ নিহিত।”
—
📣 সময়ের ডাক—রনি স্যারের পাশে দাঁড়ান!
এখন সময় রনি স্যারের পাশে দাঁড়াবার। এখন সময় বাশিস-এর স্বপ্ন বাঁচানোর। সময় এসেছে শিক্ষা-সচেতন জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে—’জাতীয়করণ চাই’।
এম এ সাইদ (তন্ময়) যেভাবে দৃঢ় কণ্ঠে রনি স্যারের নেতৃত্বকে রক্ষা করার অঙ্গীকার করেছেন, তেমন করে প্রতিটি শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে।
—
🔚 শেষ কথা:
👉 শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে,
👉 শিক্ষা বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
👉 আর সেই শিক্ষাকে বাঁচাতে দরকার রনি স্যারের মতো নেতা এবং তন্ময়ের মতো যোদ্ধা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর এই মহান আন্দোলন শুধু একটি সংগঠনের নয়, এটি গোটা জাতির শিক্ষাব্যবস্থাকে জাগিয়ে তোলার আন্দোলন।
লেখাটি পাঠকের সম্পূর্ণ নিজস্ব মতামত
এম এ সাইদ (তন্ময়)
সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)
আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।
📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:
masayeedtonmoy@gmail.com