মাউশি শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্যকে জরুরি যে নির্দেশনা দিলেন - protidinislam.com | protidinislam.com |
জাতীয়

মাউশি শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সভাপতি-সদস্যকে জরুরি যে নির্দেশনা দিলেন

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ১১:৩৯:৫৩ প্রিন্ট সংস্করণ

ইসলাম ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোন কর্মকর্তা/কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হতে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আরো পড়ুন:

একদফা এক দাবি “বেসরকারি শিক্ষা জাতীয়করণ”

বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারি পরিচালক (সাধারণ প্রশাসন) (মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এই চিঠি সব প্রধান শিক্ষক, অধ্যক্ষ, মাউশির আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালক (মাধ্যমিক) জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোন কর্মকর্তা/কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্যকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হতে বিরত থাকার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গত ৩০/০৬/২০১১ তারিখের শিম/শা:১১/৩-৭/২০১১/২৯৯ নং স্মারক পত্রে নির্দেশনা প্রদান করা হয়।

এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের ৩০/০৬/২০১১ তারিখের শিম/শা:১১/৩-৭/২০১১/২৯৯ নং স্মারক পত্রের নির্দেশনা মোতাবেক অত্র অধিদপ্তরের আওতাধীন কোন কর্মকর্তা/কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্যগণকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ২১ মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়,

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন অফিসসমূহের কোন কোন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানিজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্য বিধি বর্হিভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন দাখিল/প্রেরণ করে থাকেন। এরূপ সরাসরি প্রেরীত আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম/ব্যবস্থা গ্রহণের বিধিগত সুযোগ নেই। এ জাতীয় আবেদন করার কারণে এ বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোন কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ম্যানিজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি/সদস্যকে বিধি বর্হিভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্যান্য আবেদন যথাযথ কর্তৃপক্ষ ব্যতিত সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হতে বিরত থাকার জন্য এতদ্বারা নির্দেশ প্রদান করা হলো। এতে উল্লেখ করা হয়, সরকারি বিধি বিধানের আলোকে আগত পত্রসমূহ এর আওতা বহির্ভূত থাকবে।


বিসমিল্লাহির রাহমানির রাহিম

Google News Icon

📢 প্রতিদিন ইসলাম এর সর্বশেষ খবর পড়তে

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন →

🌍 পৃথিবীর যেকোনো দেশ ও বাংলাদেশের সকল জেলা, উপজেলা, বিভাগীয় ব্যুরো প্রতিনিধি এবং সকল ইউনিভার্সিটিতে প্রতিনিধি নিয়োগ চলছে।

আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।

📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:

masayeedtonmoy@gmail.com

আরও খবর

Sponsered content

🔔 ইসলামিক আপডেট পেতে ইমেইল সাবস্ক্রাইব করুন