প্রতিনিধি ১৫ জুলাই ২০২৫ , ২:২৮:৪৭
ইসলাম ডেস্ক: চার দফা দাবিতে আগামী রোববার (২০ জুলাই) বৃহত্তর চট্টগ্রামে ২৪ ঘণ্টার গণ ও পণ্য পরিবহনের ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’। ভোর ৬টা থেকে পরদিন (২১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।
আরো পড়ুন:
গণভোট ছাড়া তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ‘হাত দেওয়া’ যাবে না: বিএনপি
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব মো. হুমায়ুন কবির সোহেল। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরসহ কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, পরিবহন খাত আজ চরম সংকটে। সড়ক পরিবহন আইনের নানা ধারা মালিক-শ্রমিকদের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আমরা বারবার সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই এ ধর্মঘট।
সংগঠনের চার দফা দাবির মধ্যে রয়েছে- ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিকবিরোধী ধারা সংশোধন, ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত, ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া এবং বাণিজ্যিক যানবাহনের ওপর বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।
হুমায়ুন কবির সোহেল বলেন, গত ৩০ জুন আমরা এসব দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছি। পরিবহন খাতের তিনটি সংগঠন স্বরাষ্ট্র ও সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেছে। কিন্তু এখনো কোনো সমাধান আসেনি। পরিবহন ব্যবসা লোকসান হয়ে পড়েছে। মালিক-শ্রমিকরা দিশাহারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা মৃণাল চৌধুরী, মো. মুছা ও অলি আহম্মদ।