প্রতিনিধি ১৫ জুলাই ২০২৫ , ১:১৪:৫৩
ইসলাম ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানে সরকারি কার্যক্রমের পরিপন্থী বিষয়বস্তু উপস্থাপন করায় বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।
আরো পড়ুন:
জুলাইয়ের চেতনাকে ধারণ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার
নোটিশে বলা হয়েছে, ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানটির অনুমোদন ছিল অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের। অথচ ওই পর্বে এমন কিছু উপস্থাপন করা হয়, যা সরাসরি সরকারি কার্যকলাপের বিরুদ্ধে যায় এবং এতে সরকার তথা মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ‘আপনার দায়িত্বে অবহেলার কারণে সরকার ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ঘটনায় রাষ্ট্রীয় গণমাধ্যমে দায়িত্বশীলতা ও অনুষ্ঠান পরিকল্পনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকে।
আগ্রহী পুরুষ/ মহিলা যোগাযোগ করতে পারেন।
📞 মোবাইল: 01717289550 (WhatsApp)
📧 ইমেইল:
masayeedtonmoy@gmail.com
👍 ফেসবুক পেজ |
▶️ চ্যানেল সাবস্ক্রাইব |