প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ১১:৫০:১০
নজরুল ইসলাম : আমরা শিক্ষক সমাজ বিদ্যালয়ে বসে,টি স্টলে বসে শিক্ষক নেতাদের চৌদ্দ গুষ্টি ছাপ করি। যদি বলা হয়,ঢাকায় রোদ,বৃষ্টি,প্রশাসনের চাপ উপেক্ষা করে শিক্ষকরা আন্দোলন, সংগ্রাম করছেন, এমনকি প্রেসক্লাবে কুকুরের সাথে রাত যাপন করছেন আপনার, আমার ভাগ্য পরিবর্তনের জন্য।
আরো পড়ুন:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংকট পদ ফাঁকা ৪০ হাজারের ও বেশি
জীবন বাজি রেখে আন্দোলন, সংগ্রাম করছেন, চলেন যাই, আমাদেরও তো অংশ গ্রহন করা নৈতিক দায়িত্ব। পরবর্তীতে ঐ শিক্ষককে আর খুজেও পাওয়া যায় না। যখন সুযোগ সুবিধা আসে, তখন আবার এটা এমন হলে ভালো হতো, বৈষম্য থেকেই গেল ইত্যাদি।
নিজেও শিক্ষকতা পেশায় আছি প্রচন্ড রাগ হলেও কিছু বলতে বিবেগে বাধে।সত্যি কথা শিক্ষকদের মত এত,
আত্নকেন্দ্রীক, সুবিধাবাদী অন্য কোন পেশায় আছে কি-না জানা নাই? দীর্ঘ ৫৪ বছরে যে পেশায় অধিকার আদায় হয় নাই, সেই পেশার শিক্ষক সমাজ আমরা কতটা অধিকার সচেতন?
দিন বদলে গেছে,আসুন আমরা পাঁচ লক্ষ নয়,পাঁচ হাজার শিক্ষক মাত্র দশ দিন প্রেসক্লাবে শান্তিপূর্ণ ভাবে শিক্ষা জাতীয়করণের জন্য অবস্হান গ্রহন করি, প্রাথমিক শিক্ষকদের ন্যায় শিক্ষা জাতীয়করণ আন্দোলন সফল করি।
মোঃনজরুল ইসলাম, যুগ্মমহাসচিব, বাশিস, কেন্দ্রীয় কমিটি।