প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ৪:১৭:৫৮
ইসলাম ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আবদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরো পড়ুন:
অন্য রকম ‘সুখবর’ দিলেন প্রেস সচিব
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
যেসব প্রার্থী নির্ধারিত সময়ে ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোড করার পর সংরক্ষণ করতে পারেননি অথবা যে কোনো কারণে বিনষ্ট হয়েছে তাদেরকে পুনরায় ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড করার জন্য নির্ধারিত ফি’সহ নির্ধারিত আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্বয়ংসম্পূর্ণ আবেদন এনটিআরসিএ কার্যালয়ে (বাহক/সরাসরি/ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে) দাখিল করতে হবে।
আবেদনপত্র এনটিআরসিএ ওয়েবসাইটে পাওয়া যাবে।
ই-প্রত্যয়নপত্র পুনরায় উত্তোলনের আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে :
১. সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসমূহের সত্যায়িত কপি;
২. শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি;
৩. সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি;
৪. নিবন্ধন সনদ হারিয়ে গেলে বা অন্য যে কোনো উপায়ে বিনষ্ট হলে নিকটস্থ থানায় আবেদনকারীর দায়েরকৃত জিডির কপি;
৫. সচিব, এনটিআরসিএ-এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত ১০০/- (একশত) টাকার পে অর্ডার/ ব্যাংক ড্রাফট।