অপরাধ

গোপালগঞ্জের কারফিউ এর সময় বাড়লো

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ১:৫১:২০                        

ইসলাম ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারীকৃত কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে বলে গতকাল জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে চলমান কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন:

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা করলেন লরেন ড্রেয়ার

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই কারফিউ আদেশ জারি করেন।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

এতে বলা হয়, গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৪(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনশৃঙ্খলা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে অদ্য ১৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় সান্ধ্য আইন বা কারফিউ বলবৎ রাখার নির্দেশনা প্রদান করা হলো।

কারফিউর মধ্যে জরুরি পরিষেবা যেমন—অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ সরবরাহ সংস্থা এবং কারফিউ পাশধারী গণমাধ্যম কর্মী কারফিউ এর আওতামুক্ত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content