সারাদেশ

আবরার ফাহাদের বাবার অভিযোগ, ছেলে হত্যার বিচার এখনো পাইনি

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ১১:০২:২৫                        

ইসলাম ডেস্ক: এখনো আমার ছেলে হত্যার বিচার পাইনি, জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে এ অভিযোগ করলেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

আরো পড়ুন:

জামায়াতের সমাবেশে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা

জামায়াতের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সমাবেশের মঞ্চে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ছয় বছর হয়ে গেছে। ছেলে হত্যার বিচার এখনো পাইনি। আমি চাই, দ্রুত যেন আমার ছেলে হত্যার বিচার করা হয়।

শিক্ষার খবর সহ সকল প্রকার খবর সবার আগে জানতে
আমাদের পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন সারাক্ষণ

তিনি আরও বলেন, দেশের পক্ষে কথা বলার জন্য নির্মমভাবে নির্যাতন করে আবরারকে হত্যা করা হয়েছে।

এদিকে, সকাল থেকে জামায়াতের সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান।

মঞ্চে আরও উপস্থিত আছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Google News

প্রতিদিন ইসলাম অনলাইনের সর্বশেষ খবর পেতে
Google News ক্লিক করুন।

আরও খবর

Sponsered content