প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ১১:৪২:৫৭
ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে দিয়াবাড়ি গোলচত্বরে শত শত শিক্ষার্থীর প্রতিবাদের মুখে উপদেষ্টাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে ফেরত আনা হয়।
আরো পড়ুন:
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে তাঁরা কলেজে পৌঁছান। কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে উপদেষ্টারা ৫ নম্বর ভবনের কনফারেন্স কক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। বেলা পৌনে ১টার দিকে উপদেষ্টারা কক্ষ থেকে বের হয়ে শিক্ষার্থীদের জানান, তাঁদের ছয় দফা দাবি যৌক্তিক এবং সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আপনারা বিশ্বাস রাখুন, সব দাবি পূরণ করা হবে। আমরা অভিভাবক হয়ে এসেছি।”
তবে আশ্বাসের পরও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। বিকেলে উপদেষ্টারা কলেজ থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা দিয়াবাড়ি মোড়ে গাড়ি আটকে দেয়। বাধার মুখে তারা আবার কলেজে ফিরে যান। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কলেজের ভেতরে ও আশপাশে অবস্থান নিতে দেখা যায়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. নিহতদের সঠিক নাম-পরিচয় প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা
৩. প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ
৪. পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক বিমান চালু
৫. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার
৬. শিক্ষকদের ওপর সেনা সদস্যদের হামলার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা
উল্লেখ্য, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হন বলে জানায় আইএসপিআর।